
প্রকাশিত: Fri, Jan 13, 2023 3:29 PM আপডেট: Wed, Jul 2, 2025 1:30 PM
আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
কুটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আজ শনিবার ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শুক্রবার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশি জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মত বিনিময় করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন লু। এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। ভারতে তিনি ইন্ডিয়া-ইউএস ফোরামে যোগ দেবেন। এ ছাড়াও তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কীভাবে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা আরও বাড়ানো যায়, সে ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
এদিকে, কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাইডেনের বিশেষ দূত এলিন লোবাচেরের সফরের পর ১৪ জানুয়ারি ডোনাল্ড লুর এই সফরে ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার টানাপোড়েন নিরসন হতে পারে বলে দুই পক্ষই আশা করছে। তার সফরে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা আসছে। তবে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তা সহযোগিতা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও শ্রম অধিকারসহ বিষয়গুলোও আলোচনার এজেন্ডায় থাকবে বলে জানা গেছে।
আরও জানা গেছে, ঢাকা সফরকালে আগামী ১৫ জানুয়ারি ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক মতবিনিময় করবেন। সুযোগ পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন তিনি। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
